নিজস্ব প্রতিবেদক:
মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে মীনা বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে কালিজিরা পোলাও চাল, মসুর ডাল, মুগ ডাল, রক ব্র্যান্ডের লিকুইড ফ্লোর ক্লিনার পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত ও বাজারজাতকরণ করার অপরাধে মীনা বাজারের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
আরইউ