ভোক্তাকন্ঠ ডেস্ক: ঢাকার যাত্রাবাড়ি, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ এলাকায় মে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে কলেরার টিকা।
রাজধানীর এই পাঁচটি এলাকাকে কলেরার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই ঘোষণা আসে। ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব রোধে ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমুল ইসলাম বলেন,দেশে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে রাজধানীর ৫টি এলাকায় দেয়া হবে কলেরার টিকা।
গত এক সপ্তাহে সারা দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৫৬ জন। আর ৩ মাসে ২ লাখ ৮১ হাজার ৪২ জন।
নাজমুল ইসলাম আগেই জানিয়েছেন, বিশ্বজুড়ে কলেরার টিকার সঙ্কট থাকায় নাইজেরিয়ার জন্য বরাদ্দ করা টিকা থেকে
বাংলাদেশকে ৪৭ লাখ ডোজ কলেরার টিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সীরা কলেরার টিকা পাবেন। শুধু গর্ভবতী নারীদের টিকা দেওয়া হবে না।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ডায়রিয়ার প্রকোপ বেশি। এ বছর দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে, আইসিডিডিআর,বি বলছে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ২৯ জনের।
মে মাসে টিকার প্রথম ডোজ দেওয়া হবে, জুন মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। নির্দিষ্ট কিছু এলাকায় কলেরার টিকা দেওয়া হবে, টিকা দিতে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না।