যশোর, ১৯ মে রবিবারঃ যশোরে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি দেশব্যাপী চলমান অভিযানেও থেমে নেই। বিক্রেতাদের অনৈতিক মুনাফা লাভের চেষ্টার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়, আজ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মোহাম্মদ ওয়ালীদ বিন হাবীবের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মিরাজ হোটেলকে ৪৩ নং ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরনের অপরাধে ১৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পার্শ্ববর্তী জনি ষ্টোরকে ৫১ ও ৫৩ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং ভোক্তাদের প্রতি অবহেলার অপরাধে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।