মো. আমিরুল ইসলাম রাজু: রংপুরে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর শালবনে অবস্থিত বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজে এ সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব রংপুরের সভাপতি মো. আব্দুর রহমান ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর পক্ষে পরিচালক শোভন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ।
সেমিনারের শুরুতেই উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম পাওয়ার পয়েন্টের মাধ্যমে অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও ভোক্তা সাধারণের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন ও সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, ক্যাব রংপুরের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি মো. আহসান উল হক তুহিন ও সহ-সম্পাদক মো. আমিরুল ইসলাম রাজু এবং ওই কলেজের সহযোগী অধ্যাপক মো. আজহারুল ইসলামসহ আরও অনেকেই।
ভোক্তা অধিদপ্তরের তথ্যে জানা গেছে, এ ধরনের সেমিনার পরবর্তীতে আরও আয়োজন করা হবে।