রাজশাহী, ২৬ মে রবিবারঃ রাজশাহী মহানগর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ শহরের বিভিন্ন এলাকায় বাজার অভিযান পরিচালনা করেন। এসময় এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী জেলার সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ এই অভিযানটির নেতৃত্ব দেন।
অবৈধ পণ্য উৎপাদন, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য সম্পাদনসহ পণ্যের মোড়ক ব্যবহার না করার কারনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।তিনি জানান, এলাকার এস এম ট্রেডার্স ও রোকন ট্রেডার্সকে ৫২ নং ধারা অনুযায়ী সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য সম্পাদন করার কারনে পাঁচ হাজার ও আট হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও হোটেল আল ফারাবি ও ফ্রেন্ডস ইম্পোরিয়ামকে ৪৩ ও ৪৫ নং ধারা অনুযায়ী অবৈধ পণ্য উৎপাদন করার অপরাধে হোটেল আল ফারাবিকে দুটি ধারায় মোট বিশ হাজার এবং ফ্রেন্ডস ইম্পোরিয়ামকে ৪৫ নং ধারায় দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । এসময় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেন পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।
খবর সংগ্রহ ও সম্পাদনা – ভোক্তাঅভিযোগ কেন্দ্র-০১৯৭৭০০৮০৭১