ঢাকামুখী কয়েকশ ছোট গাড়ি দৌলতদিয়ায় আটকা পড়েছে। ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা গেছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীদের।
কয়েক ঘণ্টা পর পর মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গিয়েছে। পাশাপাশি টিকিটের জন্য দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র কাউন্টারের সামনের সড়কে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার চালকরা ভিড় করছেন। দৌলতদিয়া-খুলনা মহাসড়কে কিছু পণ্যবাহী ট্রাকেরও সিরিয়াল রয়েছে।
এক যাত্রী জানায়, তারা মানিকগঞ্জের পীরের দরবারে যাওয়ার জন্য দুপুরে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে এসেছেন। বিকেল পর্যন্ত ফেরির জন্য অপেক্ষা করেছেন। কিন্তু ফেরি না ছাড়ায় বাড়ি ফিরে যাচ্ছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, ‘দিনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করছে। কিন্তু ওই সুযোগে যাত্রীরাও ফেরিতে উঠে যাচ্ছে।’