এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে প্রকারভেদে প্রতি কেজি শুকনো মরিচের দাম বেড়েছে ৭০ থেকে ৯০ টাকা। বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, বগুড়ার শুকনো মরিচ এক সপ্তাহ আগে দাম ছিল ১৬০ টাকা। সেই মরিচ এখন ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একইভাবে পঞ্চগড়ের শুকনো মরিচ কেজিতে ছিল ১৬০ টাকা এখন ২৫০ টাকা কেজি আর কারেন্ট জাতের মরিচ কেজিতে ছিল ২৮০ টাকা এখন হয়েছে ৩২০ টাকা। প্রকার ভেদে ৪০ থেকে শুরু করে ৯০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
ষাটোর্ধ্ব আহমেদ আলী বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। আমরা দিন আনি দিন খাই। যত সমস্যা আমাদের। বাজারে মরিচ গত সপ্তাহে কিনেছি যে দামে আজ তার চেয়ে অনেক বেশি। ফলে আমাদের সংসার চালানো দায় হয়ে গেছে।’
সোহবার হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘শুধু মরিচ নয়, সবজি বাজারে সবপণ্যের দামই চড়া। এতে আমাদের সংসার চলা দায় হয়ে গেছে।’
হিলি বাজারের আড়তদার শাকিল হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে শুকনো মরিচ আমরা বেশি দামে কিনছি। তাই দামও বাড়ছে। এখন শুকনো মরিচের সরবরাহ কম। ফলে দাম বেশি।’