ভোক্তাকন্ঠ ডেস্ক: ১৬ মার্চ সরকার ঘোষিত ভোজ্যতেল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পর কোম্পানিগুলোর আমদানির তথ্য জানতে চেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার এ তথ্য দেওয়ার জন্য বিভিন্ন তেল আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে সংস্থাটি। জরুরি এ তথ্য বৃহস্প্রতিবার (৩০ মার্চের) মধ্যে দিতে বলা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, তথ্যের ভিত্তিতে আগামীতে ভোজ্যতেলের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
আমদানিকারক ও কোম্পানিগুলোর কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৬ মার্চ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক) জারিকৃত এস.আর.ও. নং ৫৭ – আইন / ২০২২ / ১৭৩ – মূসক এর মাধ্যমে আমদানি পর্যায়ে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল এর ওপর আরোপীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বর্ণিত এস.আর.ও অনুসরণপূর্বক শুল্কায়ন সুবিধাপ্রাপ্তি সাপেক্ষে কি পরিমাণ ভোজ্যতেল আমদানি করা হয়েছে তা জরুরি ভিত্তিতে ৩০ মার্চ বেলা ১১টার মধ্যে) পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।