ভোক্তাকন্ঠ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কারখানা পরিদর্শন শেষে তিনি বলেন, সিটি গ্রুপের তেলের কারখানায় আজ তদারকিমূলক অভিযান চালিয়েছি। আমরা দেখতে চেয়েছি ভোজ্যতেলের সাপ্লাই, সরবরাহ ঠিক আছে কি না। এছাড়া সরকারি নির্ধারিত মূল্যে তেল বিক্রি করছে কি না তা দেখেছি।
তিনি বলেন, কারখানাটি পরিদর্শন করে দেখেছি তাদের খোলা তেলের সাপ্লাই ঠিক আছে। বোতলজাত অংশটা কম আছে। তবে পতেঙ্গায় দায়িত্বরত কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, বোতলজাত তেল ঢাকা থেকে আসে। বোতলজাত তেলের সরবরাহ যাতে বাড়ানো হয়, সেই বিষয়ে তাদের বলছি।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ আরও বলেন, কারখানা পরিদর্শনকালে চট্টগ্রামে বোতালজাত তেলের সরবরাহ বাড়ানোর জন্য বলছি। কারণ চট্টগ্রামে বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম। তেলের সরবরাহ বাড়লে আরও স্বস্তি আসবে।