সিনিয়র করেসপন্ডেন্ট
চলতি হজ মৌসুমে হজে গমনেচ্ছুদের ফ্লাইট আগামী ৩১ মে (সোমবার) থেকে শুরু হবে। পাশাপাশি হজযাত্রীদের সর্বনিম্ন বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এবার হজে সারাবিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন। ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না।