স্বাস্থ্য অধিদপ্তরের মতে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৬৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ৬৯ জনসহ এ বছর মোট ৯১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।
এ বছর আক্রান্ত ৯১৪ জনের মধ্যে ৫৪১ জন চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হন। জুনে ২৭১ জন আক্রান্ত হন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
আরও পড়ুন: টিকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সুখবর (voktakantho.com)
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ছে।
ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন একজন।
ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এই করোনা মহামারীর সময় করোনা থেকে কিভাবে বাঁচা যায় তা জানা ছাড়াও ডেঙ্গু যেন আমাদের ইফেক্ট না ফেলে সেই বিষয়টিও মাথায় রেখে সাবধান থাকতে হবে আমাদের সকলের।