২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সিএম লাইসেন্স/ছাড়পত্র ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য বাজারজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার পল্টন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই।

অভিযানে দেখা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ব্যতিরেকে মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয় ও বাজারজাতের অপরাধে মারিয়া ফুড প্রোডাক্টস লিঃ কে ৫০ হাজার টাকা এবং সিএম লাইসেন্স/ছাড়পত্র ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিভিন্ন পণ্য (হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ, হেয়ার কালার, ন্যাচারাল হেনা পাউডার, শ্যাম্পু, কারি পাউডার, লিপস্টিক, নেইল পালিশ, গ্লাস টেবিলওয়্যার, সিরামিক টেবিলওয়্যার, ফ্লোর ক্লিনার, চকোলেট, রেজর ব্লেড) ইত্যাদি বিক্রয়-বিতরণের অপরাধে নিউ আমানত সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আরইউ