রমজান মাসকে কেন্দ্র করে বাড়ছে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সারাদেশে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১০৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে অধিদফতর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের প্রদত্ত ক্ষমতাবলে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে রাজধানী ও জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, সহকারী পরিচালক রোজিনা সুলতানা, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় ও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ৭টি মনিটরিং টিম ১০টি বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে তদারকি করে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগরীতে।
বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সঙ্গে বাজার তদারকি করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী, প্রনব কুমার প্রামানিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।