৪ ইট ভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সাভারের চারটি ইট ভাটাকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার সাভার থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

এসময় অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এবং সহযোগীতা করেন ডিএমপি পুলিশ।

জানা যায়, অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমিন বাজার, সাভার, ঢাকায় ক্লে-ব্রিকস পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, সরবরাহ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হয়। এসময় শাহিন ব্রিকস, এআইএম ব্রিকস, শাপলা ব্রিকস, মায়ামিন ব্রিকস নামের চারটি প্রতিষ্ঠানের প্রত্যেক-কে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন।

আরইউ