বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যুবসম্পৃক্ততা সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে ক্যাবের সংলাপ অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সঙ্গে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ‘জ্বালানি রুপান্তর, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও যুবসম্পৃক্ততা’ শিরোনামে আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. মো: বদরুজ্জামান ভূঁইয়া এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো: ইরফান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ক্যাবের সহ-সভাপতি রহিমা সুলতানা কাজল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত।

‘জ্বালানি রুপান্তর, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও যুবসম্পৃক্ততা’ শিরোনামের সংলাপে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) প্রকৌশলী শুভ কিবরিয়া।

সংলাপে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক প্রকৌশলী শুভ কিবরিয়া জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির যাত্রাপথে বা জ্বালানি রূপান্তরে আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, আমাদের করণীয় কি, শিক্ষার্থীরা কোথায় তাদের ভূমিকা রাখতে পারে- সে বিষয়ে বিশদ আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি হলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্পর্কে মানুষ সচেতন হবে। জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে আমাদের পরিবেশসম্মত ভবিষ্যত সৃষ্টির বিকল্প নেই। সে কারণেই নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নকে তরান্বিত করতে হবে, সাশ্রয়ী মূল্যে পরিবেশসম্মত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করে ভোক্তার জ্বালানি অধিকার নিশ্চিত করতে হবে। ভোক্তার অধিকার সুরক্ষায় শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে। তাদের সৃজনী কর্মকান্ডের মধ্য দিয়ে একটি পরিবেশসম্মত বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ক্যাব আজ যে বিষয়গুলো নিয়ে তোমাদের শিক্ষা দিল, আশা করছি তোমরা তাদের এই ম্যাসেজ মানুষের কাছে পৌঁছে দেবে। কারণ তোমরাই আগামীর বাংলাদেশ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো: ইরফান বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে করার কথা রয়েছে, আশা করছি সেটাও সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো: বাহাউদ্দীন গোলাপ, ফিন্যান্স এন্ড একাউন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর সুব্রত কুমার বাহাদুর।

অনুষ্ঠান শেষে ‘স্টুডেন্ট ফোরাম ফর এনার্জি ট্রানজিশন’ গঠন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়।

এসএম