ভোক্তাকণ্ঠ রিপোর্ট : জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যতম ঝুকিপূর্ণ দেশের কাতারে রয়েছে বাংলাদেশের নাম। তবে এই সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি বিমুখ নীতি এবং নবায়নযোগ্য জ্বালানিকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে ভোক্তা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানামুখী কাজ করছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সেই লক্ষ্যে বৃহস্পতিবার শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিনার করে সংগঠনটি।
‘জ্বালানি রুপান্তর ও যুবসম্পৃক্ততা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হান্নান খান।
‘জ্বালানি রূপান্তর ও যুবসম্পৃক্ততা’ বিষয়ে আলোচনা করেন মুখ্য আলোচক প্রকৌশলী শুভ কিবরিয়া, কো-অর্ডিনেটর (রিসার্চ), ক্যাব।
সেমিনারে সভাপতিত্ব করেন ইলেক্ট্রিক্যাল বিভাগের প্রধান মো: শহিদুল ইসলাম।
সেমিনারে প্রতিষ্ঠানটির ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বিভাগের অন্তত ১০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময়ে পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গোলাম কিবরিয়া শুভ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন করতে না পারলে ভোক্তার জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। কারণ জীবাশ্ম জ্বালানি একটি ডার্টি জ্বালানি। এ জ্বালানির ব্যবহারে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি তথা ক্লিন এনার্জির ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণে অবিরত কাজ করছে ক্যাব৷ ভোক্তা যাতে সঠিক ও ন্যায্যমূল্যে জ্বালানি পান এবং এই খাতের লুন্ঠনমূলক ব্যয় নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও সোচ্চার রয়েছেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম শামসুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাবকে ধন্যবাদ জানিয়ে আব্দুল হান্নান খান বলেন, এক সময় বলা হতো- নলেজ ইজ পাওয়ার। কিন্তু এখন বলা হয়- নলেজ এন্ড ইনফরমেশন ইজ পাওয়ার। এই সেমিনার থেকে শিক্ষার্থীরা ধরেই নিয়েছে নবায়নযোগ্য জ্বালানি মানেই সৌর বিদ্যুৎ। কিন্তু নবায়নযোগ্য জ্বালানি মানে শুধু সোলার পাওয়ার না। এর সাথে বায়ুবিদ্যুৎ, জলবিদ্যুৎসহ বিভিন্ন উপকরণ রয়েছে। আর এ বিষয়ে শিক্ষার্থীদের গবেষণা করতে হবে। কারণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের বিকল্প নেই।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রধান মো: মাঈনুল ইসলাম, শিক্ষক মো: নাজমুল আহসান, মো: অনিক মিয়া, পরিমল চন্দ্র দে, মো: কামাল হোসেন, ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।
-এসএম