চুয়েটে জ্বালানি রুপান্তর বিষয়ক ক্যাবের কর্মশালা অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যুবসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক‍্যাল ও ইলেক্ট্রনিক কৌশল (ইইই) বিভাগের কনফারেন্স রুমে ‘জ্বালানি রুপান্তর, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও যুবসম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম।

উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মক ভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই ভোক্তার জ্বালানি অধিকার রক্ষায় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের বিকল্প নেই। যে কারণে তোমাদের সঙ্গে এই সংলাপ। আমাদের লক্ষ্য- তোমাদের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে গ্রীন পার্লামেন্ট গড়ে তোলা। যার মাধ্যমে তোমরা তোমাদের জ্বালানি অধিকার নিয়ে কথা বলতে পারবে।’

কর্মশালায় চুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়েটের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) প্রকৌশলী শুভ কিবরিয়া।

মুখ্য আলোচনায় প্রকৌশলী শুভ কিবরিয়া জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির যাত্রাপথে বা জ্বালানি রূপান্তরে আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, আমাদের করণীয় কি, শিক্ষার্থীরা কোথায় তাদের ভূমিকা রাখতে পারে- সে বিষয়ে বিশদ আলোচনা করেন।

এ সময় তিনি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার এ প্রক্রিয়াটিকে জ্বালানি রুপান্তর প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

কর্মশালায় নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক জরিপ করার নিয়ম ও ভোক্তা-অধিকার বিষয়ক আলোচনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. হুসাইনুজ্জামান এবং বাংলাদেশের সংবিধানের পরিচিতি বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিষয়ক গবেষক এডভোকেট আরিফ খান।

কর্মশালায় চুয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ আয়োজক ক্যাবকে ধন্যবাদ জানিয়ে এ কার্যক্রমগুলো সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আজকের কর্মশালাটি তোমাদের সঙ্গে রিলেটেড। তাই তোমরা যারা এ বিষয়ে ভালো ক্যারিয়ার গড়তে চাও, তারা মনোযোগ সহকারে এ কার্যক্রমকে গ্রহণ করো। এটা তোমাদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার রায়, ইইই বিভাগের প্রভাষক কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ২০০০ টাকা, ১৫০০ টাকা, ১০০০ টাকা নগদ আর্থিক পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০ ব‍্যাচের শিক্ষার্থী নাদিয়া সুলতানা, দ্বিতীয় স্থান অধিকার করেন একই বিভাগের ২১ ব‍্যাচের শিক্ষার্থী আবিদ আহমেদ চৌধুরী এবং তৃতীয় স্থান অধিকার করেন ২১ ব‍্যাচের উম্মে তাসফিয়া রহমান।

এছাড়াও কর্মশালায় ‘স্টুডেন্ট ফোরাম ফর এনার্জি ট্রানজিশন’ গঠন নিয়েও প্রাথমিক আলোচনা সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরাও এ কার্যক্রমকে স্বাগত জানান।

-এসএম