ঔষধের মূল্য বৃদ্ধির বিজ্ঞপ্তি বাতিলে ক্যাবের আইনি নোটিশ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঔষধের মূল্য বৃদ্ধির বিজ্ঞপ্তি বাতিল করতে সরকারি ছয় প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সম্প্রতি ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির সদস্য সচিব মো. আলমগীর কবিরের পক্ষে আইনি নোটিশটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সরকারি স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রতিযোগীতা কমিশন বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ক্যাবের নিয়মিত পর্যবেক্ষণে দেখা গেছে, স্থানীয় বাজারে ওষুধের দাম বেড়েছে। ওষুধের বাড়তি দাম নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক ২০২২ সালের ২০ জুলাই এবং ০৪ ডিসেম্বর ওষুধের দাম বৃদ্ধি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তিটি বাতিল করতে ক্যাবের পক্ষ থেকে ২০২৩ সালের ০৬ ফেব্রুয়ারি অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা মানা হয়নি।

ঔষধ সংক্রান্ত আইন এবং বর্তমান বাজার পরিস্থিতির উপর ব্যাপক গবেষণার উপর ভিত্তি করে বিবেকহীন ভাবে ঔষধের দাম বৃদ্ধি বন্ধে ক্যাবের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়।

নতুন করে এই আইনি নোটিশের মাধ্যমে আবারও বিজ্ঞপ্তি দুটি বাতিল করার অনুরোধ জানানো হয়। আইনি নোটিশ জারির তিন দিনের মধ্যে বিজ্ঞপ্তি বাতিল করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট লিখিত ভাবে জানাতে ক্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে যেকোনো আইনি পদক্ষেপ নেবে ক্যাব।

-এসআর