আজকের লোডশেডিংয়ের শিডিউল

ভোক্তাকন্ঠ রিপোর্ট: জ্বালানী সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ে গত মঙ্গলবার (২২ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ মোতাবেক আজ শনিবার (২২ জুলাই) লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)।

এছাড়াও তালিকায় রয়েছে ওজোপাডিকো এবং নেসকোর লোডশেডিং এর সূচিপত্র। দেখে নেয়া যাক আজকের লোডশেডিং এর সূচি।

তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-
ডেসকো
https://www.desco.org.bd/bangla/loadshed_b.php

ডিপিডিসি
https://dpdc.gov.bd/site/page/73eb4722-b49c-4a44-bd6e-923c06c4a169

ওজোপাডিকো http://www.wzpdcl.org.bd/site/page/7bca4572-1571-4e2a-9e27-7bcb35e742e6/

নেসকো https://nesco.portal.gov.bd/site/page/13ccd456-1e1d-4b24-828d-5811a856f107

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইসুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা চলছে কয়েক মাস ধরে। আর এই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে গত সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সারা দেশে দিনে এক থেকে দুই ঘন্টা লোডশেডিং এর সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে।