অনলাইন ডেস্ক: করোনা মহামারীর প্রকোপে যুক্তরাষ্ট্রে তেলের দামের ভয়াবহ দরপতনের পর মে মাসে ঘুরে দাড়াতে শুরু করেছে।এপ্রিলের তুলনায় মে মাসে প্রায় ৯০ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রুড অয়েলের দাম। মাসভিত্তিক বৃদ্ধির হিসেবে যা রেকর্ড।
মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়,গত জানুযারীতে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৬৫ দশমিক ৬৫ ডলার।হিসেব বলছে গত জানুয়ারির তুলনায় তেলের দাম এখনো ৪৬ শতাংশ কম।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে হয় “ গত জানুযারী মাসে অপরিশোধিত সয়াবিন তেলের গড় দাম টনপ্রতি ৮৭৬ ডলার ছিল,সেখানে মার্চ মাসে টনপ্রতি অপরিশোধিত সয়াবিন তেলের দাম দাঁড়ায় ৭৪৮ ডলার।আন্যদিকে গত জানুয়ারিতে পাম তেকের দাম ছিল টন প্রতি ৮১০ ডলার , যা এপ্রিলে ১৭৫ ডলার কমে ৬৩৫ ডলারে নেমেছে।
গত মার্চে জ্বালানী তেলের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। পরিস্থিতি মোকাবেলায় আলোচনায় বসতে হয় তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোকে। গত ১৩ এপ্রিল ওপেক প্লাস ও তেল উৎপাদক মিত্রদেশগুলো উৎপাদন কমানোর ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায়।
তবে এক মাসে তেলের দাম ঘুরে দাঁড়ালেও এখনই ভবিষ্যত নিয়ে পুরোপুরি আশাবাদী নন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন দাম আবারও কমতে পারে।