ভোক্তাকণ্ঠ ডেস্ক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিশ্ব বাজারে তেলের দাম যে হারে কমছে, দায়িত্বের সঙ্গে বলতে পারি দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই আরও কমবে।’
বৃহস্পতিবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সাভারের সিআরপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনারা তেল, গ্যাসের দাম বাড়ার আভাস পাচ্ছেন আর আমি কমার আভাস পাচ্ছি। সরকার তার মনোভাবের পরিচয় দিয়েছে, অল্প হলেও কমিয়েছে তেলের দাম। শিগগিরি এটা (তেলের দাম) আরও কমবে বলে আমার আশা।’
তিনি বলেন, ‘তবে কোন প্রক্রিয়ায় কমানো হবে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। বিশ্ব বাজারে দাম বাড়লে আমরা বাড়াবো আর কমলে আমরাও কমাবো। দামটা হঠাৎ করে একটু বেশি বেড়েছে এ কারণে সমস্যাটা একটু বেশি হয়েছে।’
ডিজেলে ৩ শতাংশ কমেছে ও পেট্রোলে ৪ শতাংশ কমেছে, পরে কমানো হলে, কত শতাংশ কমানো হবে এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘এটা এখনই বলা কঠিন, কত শতাংশ কমবে। তবে আশার কথা হচ্ছে কমবে।’
তিনি বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে এটা কিন্তু সত্যি। তবে আমাদের আরও উন্নয়ন করতে হবে। এখনো দেশে ২০ শতাংশ মানুষ নিরক্ষর, ২০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা হচ্ছে, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা হচ্ছে কিন্তু যথেষ্ট নয়। দেশে উন্নতজাতের ধান চাষ হচ্ছে, কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করছেন তাই বলে বলতে পারবো না, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি।’
সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএসপিআই’র প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ ওমর আলী সরকার।
এর আগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন উপলক্ষে সকালে সিআরপির শিক্ষার্থী, রোগী ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি র্যালি বের করা হয়।