ঢাকার যেসব এলাকায় সোমবার লোডশেডিং

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানী ঢাকায় আজ কোথায় কখন লোডশেডিং থাকবে, সে বিষয়ে জানিয়েছে দুই বিতরণ কোম্পানি। ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী এ দুই কোম্পানি হলো- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

দুই বিদ্যুৎ বিতরণ বিতরণ কোম্পানির মধ্যে ডিপিডিসি জানিয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোন লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

সোমবার সকালে ডিপিডিসির ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, ঢাকার আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো তাদের এলাকায় কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।

এতে দেখা গেছে, গুলশান, বনানীসহ বেশকিছু এলাকায় আজ দুই ঘণ্টা করে লোডশেডিং হতে পারে। আজকের সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন।

https://dpdc.gov.bd/site/page/73eb4722-b49c-4a44-bd6e-923c06c4a169