অনলাইন ডেস্ক: চলতি বছর দুই হাজার ৭৬৯ কোটি টাকায় ১১ লাখ ১০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বুধবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তেল সহ একাধিক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী।
অনলাইন সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে মেয়াদী চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকের জন্য দুই হাজার ৭৬৯ কোটি টাকা তেল আমদানি করবে সরকার। থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে এসব তেল আনা হবে।
গ্যাস ওয়েল ৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন, জেড ওয়ান ১ লাখ ১০ হাজার মেট্রিক টন, মোটর গ্যাস ৬০ হাজার মেট্রিক টন এবং ফার্নেস ওয়েল ৬০ হাজার মেট্রিক টন আমদানি করা হবে বলে জানান নাসিমা বেগম।