দেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে ৪০ দিনের: সেতু মন্ত্রী

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দেশে এখন জ্বালানি তেলের মজুদ রয়েছে ৪০ দিনের।এছাড়াও খালাসের অপেক্ষায় তেলবাহী জাহাজ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

 মঙ্গলবার (২ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ওবায়দুল কাদের। 

এসময়ে তিনি বলেন, ‘সামান্য পরিমাণে বুস্টার ছাড়া দেশে অকটেন ও পেট্রোল আমদানি করা হয় না। প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের কনডেনসেট থেকে রিফাইন করে পেট্রোল ও অকটেন তৈরি করা হয়। 

ভূল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে এসময়ে তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন, দেশে জ্বালানি তেল মজুদ আছে ৩৭ দিনের। তারা এ কথা বলছেন জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষে। প্রকৃত সত্য হচ্ছে, দেশে তেল মজুদ রয়েছে ৪০ দিনের। এ ছাড়াও তেলবাহী জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় আছে।’

ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি যে অব্যাহত অপপ্রচার আর মিথ্যাচার করছে, তা নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। ক্ষমতায় আসার জন্য তারা দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়েছিল। বিদ্যুৎ সরবরাহের নামে শুধুমাত্র খাম্বা স্থাপন করে জাতির সঙ্গে প্রতারণা করেছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিকল্প ক্ষমতা কেন্দ্র হাওয়া ভবন আর খোয়াব ভবন আলোকিত রাখতে গিয়ে সারা দেশকে অন্ধকারে রেখেছিলো বিএনপি। সেই অন্ধকারময় সময় পেছনে ফেলে শেখ হাসিনা দেশবাসীকে আলোকিত বাংলাদেশ উপহার দিয়েছেন। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের স্মারক রেখেছেন।