আন্তর্জাতিক ডেস্ক:
পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ রুপি কমিয়েছে ভারত সরকার। যা বুধবার রাত থেকেই কার্যকর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানায়, সরকার পেট্রোলের ওপর ভ্যাট ৩০শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০শতাংশ করেছে। যার ফলে পেট্রোলের দাম লিটার প্রতি ৮ রুপি কমবে। যা কার্যকর হয়েছে।
এর আগে, গত ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ৫ ও ১০ রুপি কমিয়েছিল ভারত সরকার।
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণকে স্বস্তি দিতে দেশটির সরকার এমন ঘোষণা দিয়েছে।