ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন ফের শুরু হয়েছে। রোববার রাত পৌণে ১২টা থেকে কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে ১৪০-১৫০ মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
এর আগে স্টিম পাইপ ফেটে যাওয়ায় গত ২৯ এপ্রিল সন্ধ্যা পৌণে ৭টা থেকে পরবর্তী প্রায় ২৯ ঘণ্টা তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, পর্যায়ক্রমে তৃতীয় ইউনিটে উৎপাদন বাড়বে। আর এ ইউনিটটি উৎপাদনে রাখতে প্রতিদিন এক হাজার ২০০ টন কয়লা ব্যবহার হচ্ছে। এছাড়াও, কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি গত ১৫ এপ্রিল থেকে উৎপাদনে যায়। এ ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন প্রয়োজন হচ্ছে ৯০০-১০০০ টন কয়লা।
তিনি জানান, কেন্দ্রের দুই নম্বর ইউনিটের ওভারহোলিং বা সংস্কার কাজ চলছে। দুই নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।