ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক চলমান বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়ায় বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১৫ জানুয়ারি কমিশনের বৈঠকে সাময়িক স্থগিত করা হয়েছিল বিইআরসি কর্তৃক বিদ্যুতের দাম বাড়ানোর চলমান প্রক্রিয়া।
এ বিষয়ে বিইআরসির সদস্য (অর্থ) মোহাম্মদ আবু ফারুক বলেন, ‘গণশুনানির পরে ৬০ কর্মদিবসের মধ্যে আদেশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে ২৯ জানুয়ারি একটি আদেশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’
কি ধরনের আদেশ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘শুনানির পর নির্বাহী আদেশে দাম বাড়ানো হয়েছে, সে কারণে বিইআরসির পক্ষ থেকে দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’
গত ০৮ জানুয়ারি বিদ্যুতের দাম বৃদ্ধির আইনী প্রক্রিয়া শুনানি গ্রহণ করে বিইআরসি। তার ঠিক চার দিনের মাথায় (১২ জানুয়ারি) নির্বাহী আদেশে পাঁচ শতাংশ দাম বাড়িয়ে দেওয়া হয়। বিইআরসি প্রতিষ্ঠার পর নির্বাহী আদেশে এভাবে বিদ্যুতের দাম বাড়ানোর নজির নেই। বিইআরসি কর্তৃক প্রক্রিয়া অব্যাহত থাকাকালীন নির্বাহী আদেশ দেওয়ায় অনেকেই বিষ্ময় প্রকাশ করেন।