ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জেলার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের নির্মাণ কাজের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার (১৬ মে) থেকে শুক্রবার (১৯ মে) পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ফলে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক ২৫ হাজার গ্রাহকের সংযোগের পাশাপাশি চারটি সিএনজি পাম্প বন্ধ আছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মো. আকতারুজ্জামান বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া চার লেন মহাসড়কের উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান। সড়কের ইউটিলিটি শিফটিংয়ের (উপযোগিতা হস্তান্তর) আওতায় সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস পাইপলাইনের হুকআপ ও কমিশনিংয়ের কাজ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, কাজ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা থেকে সরাইল ঢাকা-সিলেট হাইওয়ে পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার থেকে বাণিজ্যিক এলাকার বড় গ্রাহকদের গ্যাস সংযোগ দিতে চেষ্টা করছি।
বাংলাদেশ সিএনজি পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফাহাদ ফিলিং স্টেশনের মালিক ফারহান নূর বলেন, লাইনের কাজ চলায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। তাই আমাদের সিএনজি পাম্প আজ থেকে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে।