কয়লাভিত্তিক বিদ্যুৎকে বিদায় জানালো যুক্তরাজ্য

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনকে চিরবিদায় জানিয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তির দেশ যুক্তরাজ্য। সোমবার কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের শেষ প্ল্যান্টটি বন্ধ করে দিয়েছে ব্রিটেন।

এর মধ্যে দিয়ে ১৪২ বছরের ইতিহাস ভেঙে নতুন রেকর্ড এখন শুধু ইউরোপের এই দেশটির। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এসব বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু হয় ইউরোপের দেশটিতে।

সেন্ট্রাল ইংল্যান্ডের র‍্যাটক্লিফ-অন-সোর স্টেশনটি জীবাশ্ম জ্বালানি কয়লাকে শক্তিতে রূপান্তরের এই প্রক্রিয়াটি আনুষ্ঠানিক ভাবে মধ্য রাতে শেষ করতে যাচ্ছে।

মালিক ইউনিপার বলেছে, সম্পূর্ণ বন্ধ করার প্রক্রিয়াটি পর্যবেক্ষণে সবশেষ ১৭০ কর্মী আর দুই বছর সেখানে থাকবে। যুক্তরাজ্যে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে সমস্ত প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে একে মাইলফলক হিসেবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ সরকার। খবর সিএনএনের।

প্ল্যান্টটি বন্ধের মধ্যে দিয়ে ব্রিটেনকে সাতটি প্রধান অর্থনীতির দেশের জোট গ্রুপ-সেভেনভুক্ত প্রথম দেশ হওয়ার অনন্য স্বীকৃতি দিয়েছে। সুইডেন, বেলজিয়ামসহ কিছু ইউরোপীয় দেশ এবং শিগগিরই এই কৃতিত্ব অর্জন করতে যাচ্ছে।

এর আগে ২০১৭ সালের ২১ এপ্রিল, ১৩৫ বছর পর প্রথম কয়লা ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করে যুক্তরাজ্য। দেশটির সরকারি গ্রিডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঊনবিংশ শতকের পর সেই দিন ছিল এমন একদিন, যে দিন প্রায় ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে কয়লাভিত্তিক বিদ্যুৎ সরবরাহ করা হয়নি।

এসএম