ধর্মঘট প্রত্যাহার করলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জ্বালানি তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার রাত ৯টা ৪৫ মিনিটে এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস।

এর আগে সকাল ৮টা থেকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্ব ঘোষিত জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে ধর্মঘট শুরু করেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংক লরী শ্রমিক কল্যাণ সমিতি এ ধর্মঘট পালন করে।

জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবি হচ্ছে- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক লরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।