‘জ্বালানি তেলের দামের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে একটি ফর্মুলা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।’

মঙ্গলবার বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড ডে আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ফর্মুলা জমা দিয়েছি। তারা এখন বিবেচনা করবে কখন করবে। নির্বাচনের পরেও হতে পারে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে কিছু হলে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। ইসরায়েল ও ফিলিস্তিন সংকট এখনও বড় প্রভাব ফেলেনি। তবে যুদ্ধে দীর্ঘ চিন্তা থেকেই যায়। কারণ জ্বালানি তেলের বিকল্প উৎস সেভাবে নেই।’

নসরুল হামিদ বলেন, ‘সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক দরে জ্বালানি তেল বেচাকেনার কথা অনেক আগেই ঘোষণা দেয় বাংলাদেশ। তখন বলা হয়, জ্বালানি তেলে আর কোনো ভর্তুকি দেবে না বাংলাদেশ। আমদানি নির্ভর, ডিজেল, পেট্রোল, অকটেন ও জেট ফুয়েলসহ জ্বালানি তেলে স্বয়ংক্রিয় দর পদ্ধতি ব্যবহার করা হবে। আন্তর্জাতিক বাজার বেড়ে গেলে দাম বাড়বে, কমলে কমে যাবে। বর্তমানে নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ পদ্ধতি কার্যকর রয়েছে। সরকার সময়ে সময়ে গেজেট প্রকাশ করে তেলের দাম পুনঃনির্ধারণ করে আসছে।’

-এসএম