দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের গভীর সমুদ্রে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ হ্রাস পেয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পেয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

ঘূর্ণিঝড় রেমাল রোববার ভোর থেকে আঘাত হানতে পারে। সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কক্সবাজার থেকে সাতক্ষীরার উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ৭ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। প্রচুর বৃষ্টিপাত হবে, এ জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে।

-এসএম