ভোক্তাকণ্ঠ ডেস্ক: জানুয়ারি মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে এ মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকাই থাকছে। এ দাম ডিসেম্বর মাসে নির্ধারণ করা হয়েছিল।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৬৬৭ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫১৫ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৮১৮ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৯৩৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ১৮১ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
২২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬৬৬ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩০ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৬৩৬ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৯৯৯ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ২৪২ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৪৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়।