‘সামনের ৩-৪ মাস খুবই ক্রিটিক্যাল সময়’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সমন্বিত ও সম্মিলিত ভাবে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সামনের তিন-চার মাস খুবই ট্রানজিশন ও ক্রিটিক্যাল সময়। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া আবশ্যক।’

সোমবার জ্বালানি সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের অর্থ বিভাগের সচিব হিসেবে বদলী ও মো. নূরুল আলমের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিব হিসেবে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগকে একই গতিতে এগোতে হবে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সবাইকে আন্তরিক ভাবে কাজ করা বাঞ্ছনীয়। অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে দেশ ও দশের আরও সুফল বয়ে আসবে।’

-এসএম