ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাড়ানো হবে। অফসুর-অনসুর উভয় জায়গায় অনুসন্ধান কার্যক্রম বাড়বে। চাহিদা পূরণ করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরবরাহের সকল উৎসর দিকে গুরুত্ব দেয়া হবে।
রোববার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শেভরনের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। দেশীয় কোম্পানিগুলোর যন্ত্রপাতি ও উত্তোলন সামগ্রী বিশ্বমানের করা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের উন্নয়ন অব্যাহত রাখতে গ্যাসের যোগান অবিচ্ছিন্ন রাখতে রাখা হবে।
সে সময় অন্যদের মাঝে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও শেভরন বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার উপস্থিত ছিলেন।
-এসএম