বাপেক্সের সঙ্গে নাইকো-পেট্রোবাংলার চুক্তি অবৈধ ঘোষণা করে রায় প্রকাশ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: গ্যাস উত্তোলন ও সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকো এবং পেট্রোবাংলার গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। 

রোববার প্রধান বিচারপতিসহ চার বিচারপতির স্বাক্ষর করা ৫৮ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে, নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তিতে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ আছে। শুধু তাই নয়, এ চুক্তিতে যারা জড়িত ছিল তাদের মধ্যে আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। কাজেই এ চুক্তি বাতিলই সঠিক। সেই সঙ্গে কানাডিয়ান রয়েল পুলিশ এ ঘটনায় যে প্রমাণ দিয়েছে তাও প্রমাণ করে এখানে কিছু মানুষ লাভের জন্য চুক্তি করেছিল। 

এর আগে ২০১৭ সালের ২৪ অগাস্ট গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকোর করা যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) চুক্তি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এছাড়া পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তিও অবৈধ ঘোষণা করা হয়।

একইসঙ্গে দুই চুক্তির অধীনে যেসব সম্পত্তি আছে, তা জব্দের পাশাপাশি নাইকো বাংলাদেশের সম্পত্তি ও বক্ল-৯ এর সম্পত্তিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে আপিল বিভাগ এই রায় বহাল রাখেন।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে বাপেক্স এবং পেট্রোবাংলার চুক্তি দুটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালের হাইকোর্টে রিট করেন।

-এসএম