ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৩১৯ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক হাজার ১৩৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মোট মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন। এক দিনে সুস্থ হয়েছেন ১২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ছয় হাজার ২৩২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ২১৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৫৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এক দিনে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।
মৃত্যুবরণকারী নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।