ভোক্তাকণ্ঠ ডেস্ক: পরীক্ষামূলক ভাবে করোনা টিকার চতুর্থ ডোজ আগামী ২০ ডিসেম্বর দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ২০ ডিসেম্বর রাজধানীর সাতটি হাসপাতালে পরীক্ষামূলক ভাবে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে।’
আহমেদুল কবীর বলেন, ‘প্রতি কেন্দ্রে ন্যূনতম ১০০ জনকে টিকা দেওয়া হবে। এরপর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। ০১ জানুয়ারি থেকে সারাদেশে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হবে।’