অনলাইন ডেস্ক: করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরামর্শ কিছু দেশ না মানায় এখন পুরো বিশ্বকেই চড়া মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চ্যুয়াল বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি এ কথা জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ মহাসচিব ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।
আন্তোনিও গুতেরেস বলেন, করোনাভাইরাসের এই মহামারি বিশ্ববাসীর জন্য একটি ‘জেগে ওঠার ডাক’। সংকট মোকাবিলায় বিশ্বকে আরও একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই চীনের গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে তদন্তের দাবি জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ অভিযোগ করে আসছে, চীন এই মহামারির বিষয়ে শুরুতে পুরো তথ্য সরবরাহ করেনি। চীন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপরও গতকাল সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, করোনা মহামারি মোকাবিলায় গৃহীত বৈশ্বিক পদক্ষেপের বিশদ মূল্যায়নের বিষয়ে চীনের সমর্থন রয়েছে। তবে এই মূল্যায়ন করতে হবে মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর। তিনি বলেন, চীন সব সময় স্বচ্ছতার পথে হেঁটেছে এবং দায়িত্বশীল আচরণ করেছে।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, বিশ্ব যতটা একতাবদ্ধভাবে কাজ করবে, করোনা মহামারি তত দ্রুত জয় করা সম্ভব হবে।