ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দেশে ২৪ ঘণ্টায় আরও ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে আছে ২০ জন। একই সঙ্গে ২৪ ঘণ্টায় আর কোনো রোগী মারা যায়নি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কিটতত্ত্ববিদ্যা বলছেন, আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, জুলাইয়ের চেয়ে আগস্ট ও সেপ্টেম্বরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। এই ধরনের আবহাওয়া এডিস মশার প্রজননের জন্য সহায়ক। ফলে ২০১৯ সালের ন্যায় ডেঙ্গুর প্রকোপ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, এডিস মশাবাহিত এই রোগে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি ৩৬০ রোগীর মধ্যে ঢাকায় ২৮৬ জন আর ঢাকার বাইরে চিকিৎসাধীন ৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ২৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৮৮ জন।
ডেঙ্গু রোগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৮ আগস্ট পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন।