ভোক্তাকণ্ঠ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬৪ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার ডেঙ্গুতে ছয় জন আক্রান্ত হয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন ঢাকায় এবং ১ জন ঢাকার বাইরে। এছাড়া সুস্থ হয়েছেন ২৩০ জন। তবে, চলতি বছরে দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
বর্তমানে ঢাকার ৩৪টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৩৩ জন। তবে, ঢাকার বাইরে রোগী ভর্তি ১ জন রয়েছেন।