ফাইজারের করোনা টিকা পাচ্ছেন ৮৫ হাজার শিক্ষার্থী

জেলা পর্যায়ে শিক্ষার্থীদের জন্য করোনার টিকা কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ৮৫ হাজার শিক্ষার্থী পাচ্ছেন ফাইজারের টিকা। আজ শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রীদেরকে এবং শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ছাত্রদেরকে টিকা দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর টিকা দিতে পেরে তারা খুবই খুশি।
ভোলার সিভিল সার্জন ডাক্তার কে. এম. শফিকুজ্জামান জানান, প্রথম পর্যায়ে এইচ.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থী এই টিকা পাবেন।