ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত এক্সিউটিভ গ্রিন টেক্স কারখানায় শ্রমিকদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বুস্টার ডোজ দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুত রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রথমে তারা টিকা নেওয়ার সুযোগ পাবেন।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস।
এ দিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।