আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সারাবিশ্বে তাণ্ডব শুরু করেছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংগৃহীত করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষায় ৮৪ শতাংশই ওমিক্রন পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সোমবার এ তথ্য জানিয়েছেন। এর আগে ৩০-৩১ ডিসেম্বরের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরপর দিল্লির নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত চার হাজার রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার সাড়ে ছয় শতাংশ।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন ধরন ছড়িয়ে গেছে। তার মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ৫১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে।
এরপর দিল্লিতে ৩৫১ জন শনাক্ত হয়েছে। গতকাল ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৭০০ ছুঁয়েছে।