ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানী ঢাকায় কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে রাজধানীর পাঁচটি এলাকায় এ টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব এলাকার ৭০০টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় শুক্রবার (৫ অগাস্ট) ও মঙ্গলবার (৯ অগাস্ট) আশুরার দিন ব্যতীত ১০ অগাস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আইসিডিডিআরবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরে কলেরা টিকার প্রথম ডোজ গ্রহণকারী ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে অধিবাসীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। যারা ২৬ জুন থেকে ০২ জুলাই পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেছেন, তারা স্ব স্ব টিকাদান কেন্দ্রে টিকাকার্ড প্রদর্শন করে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।