ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৬টি ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত ‘মনসুন এডিস সার্ভে-২০২৪’ এর ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
জরিপের ফল প্রকাশ করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন।
এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচককে ‘ব্রুটো ইনডেক্স’ বলা হয়। মশার লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হলে কোনো অঞ্চল ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করা হয়।
জরিপে দেখা যায়, রাজধানীর দুই সিটির ৯৯টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫টিসহ মোট ৫৬টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি। অর্থাৎ এসব এলাকার ১০০টির মধ্যে ২০টির বেশি পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। এসব এলাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো- ৩৮, ৯, ৩০, ৭, ৮, ১৮, ২৫, ২৮, ৩৬, ৩৭, ১ ও ১৯। আর দক্ষিণ সিটি করপোরেশনের ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো- ৪৭, ৫৩, ৬১, ৫০, ২, ১৬, ২৬ ও ৩৬।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।