ভোক্তাকণ্ঠ ডেস্ক: ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায় ও নিবন্ধন নবায়ন না করায় রাজধানীর ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ক্লিনিক ও হাসপাতালসমূহের সহকারী পরিচালক ডা. বেলাল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের অভিযান চলমান। আমরা কিছুক্ষণ অগেই বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ ঘোষণা করেছি।
এর আগে রোববার স্বাস্থ্য অধিদপ্তর অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেয়।