করলার নতুন দুই জাত উদ্ভাবন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের পিএইচডি গবেষক ফররুখ আহমেদ। জাত দুটির নাম দেওয়া হয়েছে এইচএসটিইউ-১ ও এইচএসটিইউ-২।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইআরটির সেমিনার কক্ষে করলার নতুন দুটি জাত নিয়ে গবেষণা নিবন্ধ প্রকাশ করেন প্রধান অতিথি হাবিপ্রবি উপাচার্য ড. এম কামরুজ্জামান।
ফররুখ আহমেদের গবেষণা কার্যক্রমের সুপারভাইজার ছিলেন ড. হাসানুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশে করলার একটি জনপ্রিয় জাত রয়েছে। সেটা হলো হাইব্রিড টিয়া করলা। করলার এই জাতটি দিন দিন রোগের প্রতি সংবেদনশীল হয়ে যাচ্ছে। তবে আমরা যে দুটি জাত উদ্ভাবন করেছি সেগুলো রোগপ্রতিরোধী।
তিনি আরও বলেন, আমরা নতুন উদ্ভাবিত দুই জাতের সঙ্গে টিয়া করলার তুলনা করে দেখেছি। আমাদের উদ্ভাবিত নতুন জাতের করলা পরিপুষ্ট হতে ৪২ দিন সময় লাগে কিন্তু আগেরগুলো ৪৬ দিন পর্যন্ত সময় নেয়।
‘করলার গায়ের দাগ বা কাঁটার পরিমাণ তুলনামূলক কম হওয়ার কারণে পরিবহনেও সুবিধা রয়েছে। এর একর প্রতি ফলন ১১.২ টন যা আগের তুলনায় ১.২ টন বেশি। প্রতিটি ফলের দৈর্ঘ্য ২৭ সেন্টিমিটার এবং ফলের ওজন ২৬০ গ্রাম। যা অন্যান্য জাতের তুলনায় বেশি।’