করোনাভাইরাসের বিস্তার রোধে খুলনায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী সাত দিন জেলা ও মহানগরে এ লকডাউন পালন করা হবে। করেনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৯ জুন) দুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনায় করোনার সংক্রমণ ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার ও সোমবার আগের দেয়া বিধিনিষেধ অব্যাহত থাকবে।
সভা শেষে জানানো হয়, খুলনায় করোনা সংক্রমণ রোধে ২২ জুন থেকে আগামী এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে জরুরি সেবা ছাড়া সব দোকান এবং জনসমাবেশের স্থান বন্ধ থাকবে। চলবে না গণপরিবহন। মাস্ক পরা বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হবে। এ ছাড়া, স্বাস্থ্যবিধি পালনে ও প্রয়োজন ছাড়া বাইরে আসা নিরুৎসাহিত করতে প্রচার-প্রচারণা চলবে।