অধিক মূল্যে সার বিক্রি করায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিসিআইসির দুই ডিলারের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন।
তিনি জানান, আলমডাঙ্গার নতুন বাসস্ট্যান্ড মোড়ে বিসিআইসির সার ডিলার মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্সে অভিযান চালিয়ে দেখা যায় আগের ৮০০ টাকা মূল্যের ইউরিয়া সার ৯৮০ এবং অন্যান্য সারও নির্ধারিতের অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার হাফিজ মোড়ে অপর বিসিআইসির সার ডিলার মেসার্স জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালিয়ে টিএসপি সার অধিক মূল্যে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন আলমডাংগা থানা পুলিশ।